ফেইসবুক অনুদান পেতে যেভাবে আবেদন করবেন

FB-A.jpg

যোগযোগ ডেস্ক।।

করোনোভাইরাসে ক্ষতিগ্রস্তদের জন্য দারুণ উদ্যোগ নিয়েছে ফেইসবুক। প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিচ্ছে। তবে এই অর্থসহায়তা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে প্রতিষ্ঠানটির। ৫টি ধাপে কিছু প্রশ্নের উত্তর দেয়া ও ডকুমেন্টস প্রদানের মাধ্যমে এই আবেদন করতে হবে। এ বিষয়ে বিস্তারিত একটি ভিডিও শেয়ার করেছে ফেইসবুক।

আবেদনের মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় রয়েছে, সেগুলো হচ্ছে, অন্তত ২ থেকে ৫০ জন কর্মী থাকতে হবে। ব্যবসায়ের বয়স হতে হবে কমপক্ষে এক বছর। করোনাকালে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন প্রমাণ থাকতে হবে। আপনার ব্যবসায় সম্পর্কে ফেইসবুক খোঁজখবর রাখতে পারবে এমন যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। আবেদনের জন্য ফেইসবুকে বিজনেস পেজ একটি ভেরিফাইড ই-মেইল থাকতে হবে। থাকতে হবে ব্যবসায় প্রতিষ্ঠানের নির্দিষ্ট কার্যালয়। শুধুমাত্র অনলাইনে কার্যক্রম থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।থাকতে হবে ব্যবসায়ের লাইসেন্স। অফিসিয়াল রেজিস্ট্রেশন। অংশিদারী ব্যবসায়ের ক্ষেত্রে পার্টনারশিপ লাইসেন্স।

scroll to top