লক্ষ্মীপুরে নতুন ২৮ জনের করোনা শনাক্ত

Lakshmipur-2.jpg

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুরে নতুন করে ২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরে ২০ জন, রামগঞ্জে ৫ ও রায়পুরে ৩ জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯১৪ জনে পৌছালো। সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার শুক্রবার এ তথ্টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লক্ষ্মীপুরে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। এ ছাড়া নতুন ১৯ জনসহ মোট সুস্থ হয়ে উঠেছেন ৪২৪ জন।

এদিকে ঈদুল আযহাকে কেন্দ্র করে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা দেখা দিয়েছে মানুষের মধ্যে। ফলে জেলায় করোনার সংক্রমণ প্রতিদিনই বাড়ছে, যা সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।