নুর আলাম বিপ্লব, নোয়াখালী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এরশাদ সরকারের সাবেক উপ-রাষ্টপতি ও প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এর আসনখ্যাত নোয়াখালী-৫ আসনে ব্যারিস্টার মওদুদ আহমদ বিএনপি থেকে ১৯৭৯ এবং ২০০১ সালে এমপি ছিলেন। এরপর ১৯৮৬, ১৯৮৮ ও ১৯৯১ সালে এরশাদের জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন। বিএনপি ও জাতীয় পার্টি থেকে মোট পাঁচবার তিনি এমপি ছিলেন।
ব্যারিস্টার মওদুদ আহমদ এর মৃত্যুপর বিএনপি নেতা ফখরুল ইসলাম আওয়ামী দুঃশাসনের সময়ে মামলা হামলায় ও জামিনে নেতাদের পাশে ছিলেন। কিন্তু জুলাই আন্দোলনের পর বিএনপির এ আসনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) ৫ আগস্টের পর সাংগঠনিক নেতা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়। কাগজে কলমে কোন নির্দেশনা না থাকলে মৌখিক নির্দেশের কথা বলে দল নিয়ন্ত্রনের চেষ্টা চলে।
গত ১৯ মে সোমবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে নোয়াখালী জেলা বিএনপির সাথে স্কাইপিতে যুক্ত ছিলেন। এতে তারেক রহমান এ নির্দেশনা দেন বিএনপির সাংগঠনিক কর্মকান্ড দেখভাল ও পরিচালনায় দায়িত্ব পালন করবেন নোয়াখালী জেলা বিএনপি কোনো ব্যক্তি নয়।
এরআগে এ আসনে সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত বলে কেউ কেউ পরিচয় দিতেন। দলীয় সূত্র জানায়, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারেক রহমান লন্ডন থেকে স্কাইপিতে যুক্ত ছিলেন। বৈঠকে দলের নানা বিষয় উঠে এসেছে। বৈঠকে জেলার সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা নেতৃবৃন্দকে প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন। ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা কমিটি সমূহ গঠনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
জানা যায়, বৈঠকে নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম হায়দার বিএসসি নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলায় বিএনপির সাংগঠনিক অভিভাবক শূন্যতার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করেন। জবাবে তারেক রহমান বলেন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) নির্বাচনী এলাকা দেখবে জেলা বিএনপি।
এই বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরহাট নির্বাচনী এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম জেলা কমিটির ওপর ন্যস্ত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জেলা বিএনপির সদস্য গোলাম হায়দার বিএসসি বলেন, এখন থেকে কোম্পানীগন্জ ও কবিরহাট( ৫ আসন) উপজেলার দলের সাংগঠনিক কার্যক্রম দেখবে জেলা বিএনপি।
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দলনেতা আহমেদ আজম খানের নেতৃত্বে বৈঠকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম-আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, সদস্য গোলাম হায়দার বিএসসি, সদস্য এডভোকেট আবদুর রহমান উপস্থিত ছিলেন।