নগর প্রতিনিধি
বিশিষ্ট মাক্সর্বাদী তাত্ত্বিক, অর্থনীতিবিদ, ভাষা সৈনিক, পূর্ব পাকিস্তান অর্থনীতি সমিতির পক্ষ থেকে প্রস্তুত বিখ্যাত ‘দুই অর্থনীতি থেকে দুই দেশ’ শীর্ষক তাত্ত্বিক গবেষনাপত্রের অন্যতম প্রণেতা, স্বাধীনতা সংগ্রামী, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা ও তাত্ত্বিক-আদর্শিক শিক্ষক, ‘বাংলাদেশের কৃষিতে ধনতন্ত্রের বিকাশ’ নামের বিখ্যাত গবেষণা গ্রন্থের প্রণেতা ও তার ভিত্তিতে জাসদের রণনীতির প্রণেতা প্রফেসর ড. আখলাকুর রহমান স্যারের ৩৩তম মৃত্যুবার্ষিকীতে ৪ এপ্রিল ২০২৫ রবিবার বিকাল ৫টায় কর্নেল তাহের মিলনায়তনে তার প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে স্মরণ ও তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাসদ কেন্দ্রীয় কমিটি এবং সহযোগী সংগঠন শ্রমিক জোট, যুব জোট ও ছাত্রলীগ(বৈজ্ঞানিক সমাজতন্ত্র) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জাসদের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, যুগ্মসাধারণ সম্পাদক মীজা মো. আনোয়ারুল হক, জাসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক ও যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহীদ আলমগীর, যুব জোটের কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনী, সহসভাপতি শুভংকর দেব বাপ্পা, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব শামীম, ঢাকা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, শ্রমিক জোটের প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সহদফতর সম্পাদক মঞ্জুরুল হক চমন, পরিবহন হকার্স জোটের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ মুকুল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ, সহ—সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, সহ—সম্পাদক নঈম মল্লিক, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শেখ ছোরায়েদ সাদি প্রমূখ।