নোয়াখালী প্রতিনিধি
২০ মে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত টানা ভারি বর্ষণ হয়। এতে শহরের বেশিরভাগ সড়ক পানির নিচে ডুবে যায়। দোকান, বাসা-বাড়িতেও ডুকেছে পানি।
টানা তিন ঘন্টার ভারি বর্ষণে জলমগ্ন হয়ে গেছে পুরো নোয়াখালী জেলা শহর মাইজদী। পানি জমেছে সড়কে, বাসা-বাড়ি ও দোকানপাটেও। সর্বত্র পানি ডুকে দেখা দিয়েছে চরম জনদুর্ভোগ।
মঙ্গলবার রাত ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, জেলা শহর মাইজদীর জজ কোর্ট সড়ক, টাউন হল মোড়ের প্লাট রোড, জজ কোর্ট সড়ক, বড় মসজিদ রোড়, প্রধান সড়কের দু’পাশ, হাউজিং ও লক্ষ্মীনারায়নপুর এলাকা ঘুরে দেখা গেছে, সড়ক গুলোর উপর এক থেকে দুই ফুট পানি থই-থই করছে। সড়কের পাশের বেশিরভাগ দোকানে পানি ডুকে গেছে। এসময় শহরের গ্র্যান্ড হোটেল, জিহাদ স্টোর সহ অনেক গুলো দোকান থেকে পানি নিষ্কাশন করতে দেখা গেছে।
শহরের ব্যবসায়ীরা বলেন, শহরের প্রত্যেকটি ড্রেন ময়লা-আবর্জনায় বন্ধ হয়ে আছে। এছাড়া খালগুলো দখল এবং ময়লা আবর্জনা ফেলে মৃতপ্রায় অবস্থা। ফলে বৃষ্টি হলেই শহর ডুবে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা সাংবাদিক এমরান হোসেন সুজন বলেন, গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি নোয়াখালীর মানুষ। বর্ষার আগে শহরের ড্রেন ও খালগুলো পরিস্কার ও সংস্কার না করায় এবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বন্যায় পরিনত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জেলা প্রশাসন এবং নোয়াখালী পৌরসভার প্রতি দ্রুত সময়ের মধ্যে শহরের ড্রেন এবং খালগুলো পরিস্কারের উদ্যোগ গ্রহণের দাবি তোলেন এই সচেতন নাগরিক।
জেলা আওহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৩ঘন্টায় ১৭৭ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৫দিন জেলায় মাঝারি ও ভারী বর্ষণ হতে পারে। যা শেষের দিকে বৃদ্ধি পেতে পারে।