করোনার মধ্যেও দেশের রিজার্ভে রেকর্ড

AJ.jpg

ছবি প্রতীকী

নিজস্ব প্রতিবেদক ।।

এপ্রিল মাসেও দেশে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে। মে মাসের ১ ও ২ তারিখে ১৫ কোটি ৪০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বিশ্বজুড়ে করোনা মহামারির মধ্যেই পরিবার-পরিজনের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এর ফলে করোনার মধ্যেও দেশের রিজার্ভে রেকর্ড সংখ্যক বৈদেশিক মুদ্রার রিজার্ভ হয়েছে।

বৈশ্বিক করোনা মহামারির মধ্যেও দেশে রেকর্ড সংখ্যক বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ দশমিক ১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। সোমবার দিন শেষে রিজার্ভ ৪৫ দশমিক ১০ বিলিয়ন ডলারে পৌঁছায়। এর আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছিল ৪৪.০২ বিলিয়ন বা চার হাজার ৪০২ কোটি ডলার।

এদিকে এপ্রিলে প্রবাসীরা ২০৬ কোটি ৭০ লাখ (২.০৬ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটা গত বছরের এপ্রিলের চেয়ে ৮৯ দশমিক ১১ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি (২০২০-২১) অর্থবছরের রেমিট্যান্স দুই হাজার কোটি (২০ বিলিয়ন) ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

এর আগে দেশের ইতিহাসে এক মাসে রেমিট্যান্স প্রবাহে এত বেশি প্রবৃদ্ধি কখনো হয়নি। চলতি অর্থবছরের মার্চ মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ৯৫ লাখ ডলার এবং ফেব্রুয়ারি মাসে দেশে ১৭৮ কোটি ডলার রেমিট্যান্স আসে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ঈদের আগে বেশি বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। এবারও তার ব্যত্যয় ঘটেনি।

scroll to top