মেজর (অব.) আবদুল মান্নানের বিপণিবিতান ও আবাসন প্রকল্প ‘সুবর্ণ সিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল যুবক
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নানের বিপণিবিতান ও আবাসন প্রকল্প ‘সুবর্ণ সিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল যুবক। স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ। গতকাল ২০ মে মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার হারিছ চৌধুরীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হামলাকারীরা অনুষ্ঠানস্থলের তোরণ এবং ভেতরের চেয়ার ভাঙচুর করেন। এ সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসনকে লাঠি দিয়ে আঘাত করা হয়। তার ক্যামেরায় আঘাত করার পাশাপাশি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন হামলাকারীরা। অন্যান্য সংবাদকর্মীর সঙ্গে দুর্ব্যবহারও করা হয়। অনুষ্ঠানস্থলের পাশে চরজব্বর থানার একদল পুলিশ থাকলেও তারা হামলাকারীদের নিবৃত্ত করতে কোনো পদক্ষেপ নেয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজারের পূর্ব পাশে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের পাশে ‘সুবর্ণ সিটি’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রকল্পের মালিক বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও বিকল্পধারা বাংলাদেশের সাবেক মহাসচিব ও সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান। বেলা সাড়ে ১১টায় তিনি হেলিকপ্টারে অনুষ্ঠানস্থলে আসেন এবং কয়েক মিনিট অবস্থান করে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান ওরফে অশ্রু, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. সোহরাওয়ার্দীসহ ১৫-১৬ নেতাকর্মী লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালান। তারা ভাঙচুর চালিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন।
হামলার বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান অশ্রু বলেন, এখানে ছাত্ররা এবং যারা স্থানীয়ভাবে বিএনপি করে, সবাই ছিল। মেজর মান্নান ও তার লোকজন এই প্রকল্পের মাধ্যমে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করছিল। বিষয়টি স্থানীয় নেতাকর্মীরা জানতে পেরে বাধা দিয়েছেন। সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।
চরজব্বার থানার ওসি শাহীন মিয়া বলেন, মেজর মান্নানকে ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যা দিয়ে অনুষ্ঠান এলাকায় বিক্ষোভ করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। হামলার বিষয়টি আমার জানা নেই।